কলকাতা,২০ ফেব্রুয়ারি (হি. স.): প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে । রবিবার মুম্বাইয়ের এক হাসলাতালে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী । বাবার মৃত্যুতে ভেঙে পড়লেন শ্রেয়া পান্ডে । বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে । যার জেরে বর্ষীয়ান মন্ত্রীকে ভর্তি করা হয় মুম্বইয়ের এক হাসলাতালে । সেখানেই মৃত্যু হয় তাঁর । মৃত্যুকালে সাধন পান্ডের বয়স হয়েছিল ৭০ বছর ।
উল্লেখ্য,গতবছর ১৬ জুলাই ফুসফুসে সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাধন পাণ্ডেকে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল দীর্ঘদিন। একাধিক কো-মর্বিডিটি থাকার কারণে চিকিৎসকেরা কোনওরকম ঝুঁকি নিতে চাননি । পরে আগস্টে ভেন্টিলেশনে থেকে বের করা হয়েছিল সাধন পাণ্ডেকে । নিউমোনিয়াজনিত কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সাধন পাণ্ডেকে । সেই সময় তাঁর রক্তচাপ শূন্যে নেমে গিয়েছিল । পরবর্তীতে সুস্থ হলেও শেষ রক্ষা হল না চিরঘুমে ডুব দিলেন রাজ্যের মন্ত্রী ।

