মোহালি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সকালে মোহালিতে ভোট দিলেন আপ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। তিনি সাংগুরুর জেলার ধুরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন তিনি মোহালির গুরুদ্বারে প্রার্থনা করেছেন।
এদিন তিনি বলেন, আপ-র বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে যোগ দিয়েছে। আজ পঞ্জাবের জন্য একটি বড় দিন।
কড়া নিরাপত্তার মধ্যে রবিবার সকাল ৮টায় পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ১১৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোটপর্ব শুরু হয় সকাল আটটায়। মোট ২,৯৫২টি পোলিং বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। ভোটপর্ব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে করতে তৎপর নির্বাচন কমিশন। পঞ্জাবে এদিন ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর।
মোট ভোটারের সংখ্যা ২,১৪,৯৯,৮০৪, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১,১২,৯৮,০৮১, মহিলা ভোটার ১,০২,০০,৯৯৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭২৭ জন। ১১৭টি বিধানসভা আসনে ভাগ্যপরীক্ষা হবে ১,৩০৪ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ১,২০৯ জন পুরুষ প্রার্থী, বাকি ৯৩ জন মহিলা।