নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : রাজস্থানের কোটায় সড়ক দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার রাষ্ট্রপতি ভবন টুইট করে বলেন, “রাজস্থানের কোটায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর কথা শুনে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।”
প্রসঙ্গত, রবিবার রাজস্থানের কোটায় চম্বল নদীতে গাড়ি পড়ে নয়জনের মৃত্যু হয়েছে।
এদিকে, এই ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি শোকবার্তায় বলেন, “কোটায় বিয়ের মিছিলের গাড়ি চম্বল নদীতে পড়ে বরসহ নয়জনের মৃত্যু খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। জেলাশাসকের সঙ্গে কথা বলে পুরো ঘটনার তথ্য পেয়েছি। আমার গভীর সমবেদনা তাদের সঙ্গে। শোকাহত পরিবার, ঈশ্বর তাদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন, প্রয়াতের আত্মা শান্তিতে থাকুক।”