নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশ এবং মিজোরামের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, “অরুণাচল প্রদেশের জনগণকে তাদের রাজ্য দিবসে শুভেচ্ছা। রাজ্যের মানুষ তাদের অসামান্য প্রতিভা এবং পরিশ্রমী প্রকৃতির জন্য পরিচিত। রাজ্য আগামী সময়ে উন্নয়নের নতুন উচ্চতা অর্জন করুক।” অন্য একটি টুইটে লিখেছেন, “মিজোরামের জনগণকে তাদের রাজ্য দিবসে শুভেচ্ছা। ভারত প্রাণবন্ত মিজো সংস্কৃতি এবং জাতীয় অগ্রগতিতে মিজোরামের অবদানের জন্য অত্যন্ত গর্বিত। আমি মিজোরামের জনগণের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।”
এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও উভয় রাজ্যের জনগণকে তাদের রাজ্য দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এদিন টুইটে লিখেছেন, “অরুণাচল প্রদেশের সকল বোন ও ভাইদের তাদের রাজ্য দিবসে আমার শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রেমখাণ্ডুর দূরদর্শী নেতৃত্বে রাজ্যটি ক্রমাগত উন্নতির সাক্ষী হচ্ছে। রাজ্য নতুন উচ্চতা ও অগ্রগতি অব্যাহত রাখে।”
প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ ও মিজোরাম ১৯৮৭ সালে ২০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়।