কলকাতা,২০ ফেব্রুয়ারি (হি. স.): তৃণমূল বনাম বিজেপি তরজার মাঝেই ”রাজ্য কমিটিতে অভিজ্ঞ লোকের অভাব ” বলে মন্তব্য করলেন বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার রাজ্য কমিটি প্রসঙ্গে আলোচনা নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, ”আন্দোলন গড়ে তোলা বা সংঘঠন সাজানোর কোনও অভিজ্ঞতাই বর্তমান কমিটির সদস্যদের নেই । নতুন লোকেরা দায়িত্ব নিয়েছেন । তাঁদের অভিজ্ঞতা কম । কার্যকর্তাদের সঙ্গে বিশেষ কাজও করেননি । ফলে একটা দূরত্ব তৈরি হচ্ছে । অনেক কর্মী ভয়ের মধ্যে আছেন । পুরনোরা এগিয়ে আসুক। আমরাও চেষ্টা করছি’
অপরদিকে এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ”বিজেপির যাঁরা নির্দল প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। বিজেপিতে সংগঠনই এখানে শেষ কথা। সংগঠনের কথা মতো সকলকেই চলতে হবে। যাঁরা সংগঠনের কথা মতো চলতে পারবেন না তাঁদের বিজেপি দলে রাখবে না ”

