কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। বয়স হয়েছিল ৭১ বছর। গত বছর থেকেই অসুস্থ ছিলেন তিনি। জুলাই মাসে করোনা সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর করোনা থেকে সুস্থ হলেও তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর তাঁর অবস্থা সঙ্কটজনক হলে সেপ্টেম্বরে মন্ত্রীকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডের। গত কয়েকদিন ধরেই সাধনবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রবিবার সকালে আচমকাই তাঁর বুকে ব্যথা শুরু হয়। তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ হয় তাঁর। বর্ষীয়ান নেতার মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরেরও মন্ত্রী ছিলেন সাধন। তাঁর অসুস্থতার জন্য গত আগস্ট মাসে ওই দু’টি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে। তবে সুব্রতের আচমকা মৃত্যুতে ফের হাতবদল হয় ওই দুই দফতরের। সাধনকে অবশ্য দফতরহীন মন্ত্রী রেখে দেন মুখ্যমন্ত্রী মমতা।