কলকাতা,২০ ফেব্রুয়ারি (হি. স.): উত্তপ্ত হাওড়ার আমতা । ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দফায় দফায় উত্তেজনা বাড়ছে । হাওড়ার সেই উত্তেজনার আঁচ কলকাতাতেও । রবিবার আনিস মৃত্যুর প্রতিবাদে রাজাবাজারে জমায়েত ।
শনিবার থেকে উত্তপ্ত হাওড়া । অভিযোগ উঠেছে, হাওড়া আমতার বাসিন্দা ছাত্রনেতা আনিস খানের বাড়িতে পুলিশের পোশাক পরা ছদ্মবেশি দুষ্কৃতী এসে তাকে খুন করে । তাঁর বাড়িতে ঢুকে ছাদ থেকে ঠেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ । এই খবর ছড়িয়ে পড়তেই উতপ্ত হাওড়া । ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের । এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে । পুলিশের গাফিলতির দাবিও করছে পরিবার । এই ঘটনায় রবিবার রাজাবাজার মোড়েও জমায়েত করে এসএফআই । ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয় এসএফআইর তরফে । যাতে কোনও রকম বিশৃঙ্খলা না হয় তাই মোতায়েন করা হয় পুলিশও ।