Sameer Wankhede : সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের

মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বিতর্কিত আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার জালিয়াতির মামলা দায়ের হল। থানের কোরাপি থানায় সমীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মহারাষ্ট্র সরকার তথা মহারাষ্ট্রের আবগারি দপ্তর ওয়াংখেড়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেছে। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, হোটেলের লাইসেন্স পেতে সমীর ওয়াংখেড়ে তাঁর বয়সের ভুল বর্ণনা বা ভুল তথ্য দিয়েছেন।

গত বছর মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতারের পর চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের জোনাল ডিরেক্টোর সমীর ওয়াংখেড়ে। সেই ঘটনার কিছুদিনের মধ্যে সমীরের বিরুদ্ধে ‘তোলাবাজির’ অভিযোগ ওঠে।