সুলতানপুর(উত্তরপ্রদেশ), ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : তিন তালাকের বিরুদ্ধে আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেন, অন্য কোনও দলের মেরুদণ্ড নেই যে তিন তালাক বাতিল করবে। তারা কেবল তুষ্টির রাজনীতিতে লিপ্ত।
উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারে সুলতানপুরে নড্ডা বলেন, “সুপ্রিম কোর্ট তিন তালাক বন্ধ করার নির্দেশ দিয়েছে। অন্য কোনও রাজনৈতিক দলের কাছে এটি বাতিল করানোর মেরুদণ্ড ছিল না। তারা তুষ্টির রাজনীতি করেছিল। প্রধানমন্ত্রী মোদী জি সংসদে সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে এসেছিলেন। “
তিনি আরও বলেন, “সমাজবাদী পার্টি কি রামভক্তদের উপর গুলি চালায়নি? কংগ্রেস দল কি রাম জন্মভূমির ইস্যুকে স্থগিত করেনি এবং বিপথে নিয়ে যায় নি?
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সাত পর্যায়ের ভোটের দুটি পর্যায়ের ভোটগ্রহণ শেষ হয়েছে। রাজ্যে আরও পাঁচটি ধাপে ভোট হবে। আগামীকাল তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ১০ মার্চ।