গোন্ডা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারত এখন আর দুর্বল নয়, ভারত এখন শক্তিশালী দেশ হিসেবে অবিভুত হয়েছে। শনিবার উত্তর প্রদেশের নির্বাচনী জনসভায় বললেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং। এদিন উত্তর প্রদেশের গোন্ডায় নির্বাচনী জনসভা করেন রাজনাথ সিং। ভোট-প্রচারে তিনি বলেছেন, “ভারত এখন আর দুর্বল দেশ নয়, শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ভারত। এর আগে, বিশ্ব মঞ্চে ভারত কিছু বললে বিশ্ব তা শুনত না। কিন্তু, এখন ভারত যখন কথা বলে তখন বিশ্ব মনোযোগ দিয়ে তা শোনে।”
বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রাজনাথ সিং বলেছেন, “উত্তর প্রদেশে বিজেপি যদি পুনরায় ক্ষমতায় আসে, আহলে হোলি ও দীপাবলিতে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করবে বিজেপি সরকার।” এদিন কংগ্রেস নেয়া রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, “কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে বলেছিলেন (গালওয়ান) সংঘর্ষে অনেক সংখ্যক ভারতীয় সৈন্য এবং মাত্র ৩-৪ জন চিনা সেনা মারা গিয়েছে, এটা বেদনাদায়ক। প্রতিরক্ষা মন্ত্রী হওয়া সত্ত্বেও আমি উত্তর দিইনি, কারণ প্রধানমন্ত্রী বলেছেন মানুষকে কথা বলতে দিন। কিন্তু বাস্তবতা আমরা জানি। রাহুল গান্ধী সংসদে বিবৃতি দেওয়ার পরপরই, অস্ট্রেলিয়ার একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক রিপোর্ট করেন, গালওয়ান সংঘর্ষে ৩৮-৫০ জন চিনা সেনা নিহত হয়েছে।”