আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : আমতলী থানা এলাকার চারিপাড়ায় প্রচুর পরিমাণ দেশী মদ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে স্থানীয় লোকজনরা আমতলী থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জানা গেছে, অমর শীল নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এলাকায় দেশী মদ বিক্রি করে চলছিল। শুক্রবার ওই ব্যক্তি মদ নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়। প্রচুর পরিমান মদসহ অমর শীল নামে ওই মদ বিক্রেতাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে আমতলী থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেশী মদ খেয়ে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত করে চলেছে একাংশের লোকজন। তাতে অতিষ্ঠ ওই এলাকার মানুষজন। মদ বিক্রেতা এবং মদ্যপদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে বিরোধী অভিযান অব্যাহত থাকবে।