মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : আর্থিক লগ্নি সংক্রান্ত মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শুক্রবার পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে হেফাজতে নিলে। একটি আর্থিক লগ্নি সংক্রান্ত মামলায় থানে জেল থেকে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে হেফাজতে নিয়েছে ইডি।
ইডি সূত্রে খবর, শুক্রবার তাকে মুম্বইয়ের একটি বিশেষ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) আদালতে হাজির করা হবে।
এর আগে, মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থ পাচারের মামলায় দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের মুম্বইয়ের বাড়িতে অভিযান চালায়।
সূত্রের খবর, মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বেশ কয়েকটি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তল্লাশি চালায়।