চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া ৪৭ জন মৎস্যজীবী শুক্রবার সকালে চেন্নাই পৌঁছল।
রাজ্যের রামেশ্বরম, নাগাপট্টিনাম এবং পুডুকোট্টাই জেলার মৎস্যজীবীরা ২০২১ সালের ডিসেম্বরে মাছ ধরার জন্য সাগরে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। তাদের নয়টি নৌকা, মাছ ধরার জাল এবং অন্যান্য যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার শ্রীলঙ্কার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এই পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকার কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে চিঠি দিয়ে গোটা বিষয়ে অবগত করেন। এরপর কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের মুক্তির জন্য পদক্ষেপ নেয়।
এদিন ভোর ৪.২০ টায় চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৭ জন তামিলনাড়ুর মৎস্যজীবী পৌঁছেছেন। রাজ্যের মৎস্য দফতরের আধিকারিকরা তাঁদের স্বাগত জানান।