জয়পুর, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের সিকার জেলা। শুক্রবার সকাল ৮.০১ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের সিকার জেলায়, কেঁপে উঠেছে জয়পুর থেকে বিকানের-মরুরাজ্যের নানা অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮। কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার সকাল ৮.০১ মিনিট নাগাদ ৩.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় রাজস্থানের সিকার জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ২৭.৫৫ অক্ষাংশ এবং ৭৫.১৯ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। জয়পুর থেকে ৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, বিকানের থেকে ১৯২ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।