আমবাসা, ১৭ ফেব্রুয়ারি : আমবাসা রেল স্টেশনে ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেন থেকে অচৈতন্য অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম সঞ্জীব বড়াল। বাড়ি অসমে। ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেনে উঠে ছিলেন ওই ব্যক্তি। কিন্ত ট্রেনে ওই ব্যক্তি অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন দেখে অন্য যাত্রীরা পুলিশকে খবর দেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ট্রেন থেকে অর্ধমৃত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আমবাসা থানার পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।