Kottayam Pradeep: অকাল-মৃত্যু! মালায়লাম অভিনেতা কোট্টায়াম প্রদীপের জীবনাবসান

তিরুবনন্তপুরম, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): অকালে প্রয়াত হলেন মালায়লাম ও তামিল অভিনেতা কোট্টায়াম প্রদীপ। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। থিয়েটার ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত ছিলেন প্রদীপ। কোট্টায়ামে জন্ম প্রদীপ বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করেন। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল প্রদীপের, তিনি স্কুল ও কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। দশম শ্রেণীতে থাকাকালীন তিনি কিংবদন্তি এনএন পিল্লাইয়ের একটি নাটকে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। জীবন বীমা নিগমে যোগদানের পরও তিনি নাটক চালিয়ে যান। ৯০-এর দশকের গোড়ার দিকে, যখন তিনি তাঁর ছেলের সঙ্গে একটি টিভি সিরিয়ালে স্ক্রিন টেস্টের জন্য যান, সিরিয়ালের প্রযোজক তাঁকে একই সিরিয়ালে একটি ভূমিকার প্রস্তাব দেন। প্রায় ৭০ ছবিতে অভিনয় করেছেন প্রদীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *