Mulayam Singh Yadav: কৃষক, যুবসমাজ ও ব্যবসায়ীরাই দেশকে মজবুত করবে, মইনপুরীতে বললেন মুলায়ম

মইনপুরী, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): কৃষক, যুবসমাজ ও ব্যবসায়ীরাই দেশকে মজবুত করবে। উত্তর প্রদেশের মইনপুরীর জনসভা থেকে বললেন সমাজবাদী পার্টির প্রণেতা ও সাংসদ মুলায়ম সিং যাদব। উত্তর প্রদেশে তৃতীয় দফায় ভোটগ্রহণের প্রাক্কালে বৃহস্পতিবার মইনপুরীতে জনসভা করেন মুলায়ম।

তিনি বলেছেন, কৃষক, যুবসমাজ ও ব্যবসায়ীরাই ভারতকে মজবুত করবেন। এই জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি, আমি আপনাদের আশ্বস্ত করছি আমরা উন্নয়নের জন্য কাজ করব।” উল্লেখ্য, আগামী রবিবার উত্তর প্রদেশে তৃতীয় দফায় ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *