কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): সঙ্গীত জগতে ফের নক্ষত্র-পতন। না ফেরার দেশে সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী প্রয়াণে শোকস্তব্ধ গায়িকা উষা উত্থুপ। বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকপ্রকাশ করে উষা উত্থুপ বলেছেন, ”হে ভগবান কী করে হল বুঝতে পারি না। রাম্বা হো, কোই ইহা নাচে নাচে ওর সুরে গাওয়া কত গান আমার হিট হয়েছে। আমার আর বাপ্পিদার জুটিটা ভেঙে গেল। বাপ্পিদা ৬ মাস আগেই জিজ্ঞেস করেছিল ১-২ টো গান আছে, চলো করি। আমি জানি না কী বলব খুব বিধ্বস্ত লাগছে। আমার যে কোনও অনুষ্ঠান ওঁর গান ছাড়া অসম্পূর্ণ ছিল।”
সঙ্গীত মহলে একের পর এক খারাপ খবর। মঙ্গলবারই প্রয়াত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই শোক কাটতে না কাটতেই এবার প্রয়াত বাপ্পি। মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ দীপক নামজোশি (বাপ্পি লাহিড়ীর চিকিৎসক) জানিয়েছেন, অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া ও বুকে সংক্রমণে ভুগছিলেন বাপ্পি লাহিড়ী। এই অসুস্থতার কারণে ২৯ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠেন ও ১৫ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে, বাড়িতে একদিন থাকার পর পুনরায় তিনি অসুস্থ হয়ে পড়েন, সঙ্কটজনক অবস্থায় তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

