মোহনপুর, ১৬ ফেব্রুয়ারি : রাজ্য সরকার শিক্ষার প্রসারে ও উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। গুণগত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ পশ্চিম জেলার মোহনপুর জওহর নবোদয় বিদ্যালয়ের অস্থায়ী স্কুলের সূচনা করে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা বলেন। তিনি বলেন, হেজামারার খোয়াই চৌমুহনী এলাকায় ৫০ কানি জমিতে ৬০ কোটি টাকা ব্যয়ে জওহর নবোদয় বিদ্যালয় স্থায়ীভাবে স্থাপন করা হবে। আগামী মাস থেকেই এর নির্মাণ কাজ শুরু হবে। এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১১৪ জন ছাত্রছাত্রীকে নিয়ে এখন ক্লাস শুরু হচ্ছে।
তিনি বলেন, রাজ্য সরকারের আওতাধীন সবকয়টি বিদ্যালয়ে এনসিআরটি’র পাঠ্যক্রম চালু করা হয়েছে। এজন্য ৩১,২৬৩ জন শিক্ষক-শিক্ষিকাকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৩৫টি বিদ্যালয়ে ভোকেশন্যাল কোর্স চালু করা হয়েছে। আরও ৭০টি বিদ্যালয়ে তা চালু করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সুপার-৩০ স্কিম চালু করা হয়েছে। নতুন দিশা প্রকল্প চালু করা হয়েছে। ১০০টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে। ১৩৫টি বিদ্যালয়কে বাংলা থেকে ইংরেজী মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। বছর বাঁচাও প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মেধা অংক পুরস্কার চালু করা হয়েছে। নবম শ্রেণীতে পাঠরত এপিএল এবং বিপিএল ভুক্ত সমস্ত ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সব উদ্যোগই নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীর তা কাজে লাগাতে পারলে রাজ্য সরকারের উদ্যোগ সার্থক হবে।
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, খোয়াই জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ দীপক কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর নবোদয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা অদ্বয়া ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা। উল্লেখ্য, অস্থায়ী বিদ্যালয়টি নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ লক্ষ ৯৮ হাজার টাকা।