জয়পুরে লাইনচ্যুত ট্রেনের বগি, রেল পরিষেবা বিঘ্নিত

জয়পুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): জয়পুর রেল স্টেশন ইয়ার্ডে লাইনচ্যুত হয়ে গেল একটি ট্রেনের বগি। শান্টিংয়ের সময় ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা, দেরিতে গন্তব্যে পৌঁছেছে তিনটি ট্রেন। উত্তর-পশ্চিম রেলের মুখপাত্র জানিয়েছেন, বুধবার জয়পুর স্টেশন ইয়ার্ডে লোকোর একটি বগি লাইনচ্যুত হওয়ায় তিনটি ট্রেনের পরিষেবায় বিঘ্ন হয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে কমিটি গঠন করা হয়েছে। প্রায় ৩.০৫ ঘন্টা দেরিতে চলছে জয়পুর-সুরাটগড় ট্রেন, ২.৪০ মিনিট দেরিতে চলছে জয়পুর-মারওয়ার জংশন এবং ১.৪০ ঘন্টা দেরিতে চলেছে জয়পুর-যোধপুর ট্রেন।