BRAKING NEWS

Accident : পানিসাগরে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত ভাই বোন

পানিসাগর, ১৬ ফেব্রুয়ারী৷৷ উত্তর জেলার পানিসাগরে পথ দূর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে৷ তেমনি আরেক পথ দূর্ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে৷ তাতে গুরুতর ভাবে আহত হন বাইক চালক ও আরোহী৷ এই পথদূর্ঘটনাটি সংঘটিত হয়েছে পানিসাগর থানাধীন ফিসারি অফিস সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের উপর৷


জানা গেছে, এদিন রাত দশটা নাগাদ টিআর০৫ ডি৪৮৭৪ নম্বরের বাইকে চেপে ঊনকোটি জেলার মাছমারা ধনিছড়ার এক নং ওয়ার্ডের বাসিন্দা অভিরাজ দেববর্মা ও তার বড় বোন সাইমিয়াথিকে নিয়ে উওর জেলার দামছড়া ব্লকের অন্তর্গত খেদাছড়া খাকচাংস্থিত নিজ বাড়ির উদ্দ্যেশ্যে নিয়ে যাবার পথে পানিসাগর এলাকায় আসতেই জাতীয় সড়কে বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে৷ ভাই বোন সহ বাইকটি জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে৷ মূলত মদ্যপ অবস্থায় দ্রুত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে৷


দূর্ঘটনার পর পাশ্ববর্তী এলাকার লোকজন শব্দ পেয়ে অকুস্থলে পৌছায় এবং তড়িঘড়ি পানিসাগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডঃ সন্দীপ দেবনাথ তাদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করেন৷ জানা গেছে, বাইক চালক ও আরোহী দুজনেই প্রচন্ড মদ্যপ অবস্থায় ছিলেন৷ এদিকে ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ দূর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ সাথে একটি দূর্ঘটনার মামলা রুজু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *