কৈলাসহর, ১৬ ফেব্রুয়ারি : ঊনকোটি জেলার কৈলাসহর বালিকা বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে চোরের দল স্কুল করে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে এগারটি ফ্যান চুরি করে নিয়ে গেছে। এছাড়া অন্যান্য সামগ্রীও চুরি হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্কুলে গিয়ে লক্ষ্য করেন স্কুল ঘরের দরজার তালা ভাঙ্গা। ঘরের ভিতরে প্রবেশ করে তারা লক্ষ্য করেন ফ্যান সহ অন্যান্য কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ কৈলাসহর বালিকা বিদ্যালয় ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া ফ্যান সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই।ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।