Yogi Adityanath: শরীয়ত কিংবা ইসলামের নিয়ম মেনে নয়, দেশের সরকার চলে সংবিধান মেনে’, মন্তব্য যোগীর

লখনও, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : ফের হিজাব নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার হিজাব প্রসঙ্গে যোগী বলেন, ‘আমাদের দেশের সরকার কখনই শরীয়ত কিংবা ইসলামের কোনও নিয়ম মেনে চলতে পারে না। এই দেশের সরকার চলে সংবিধান মেনে।’

রবিবারই হিজাব প্রসঙ্গে মিম প্রধান ওয়াইসি মন্তব্য করেন যে, ‘একদিন হিজাব পড়া কোনও মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন।’ ওয়াইসির এই মন্তব্যের সূত্র টেনে এদিন যোগী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের (মুসলিম) কন্যাদের মুক্তি দিতে তিন তালাক আইন বাতিল করেছেন। বর্তমান সমাজে মুসলিম মহিলাদের অধিকার এবং সম্মান দেওয়ার জন্য এটাই তাঁদের প্রাপ্য। সেই কন্যার সম্মান নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সেটা ভারতের সংবিধান দ্বারা চালিত হয়ছে, শরিয়ত মেনে নয়।’ একদিকে যখন তাঁর রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন, তাঁর দল এবং তাঁর নিজের ভাগ্য নির্ধারণ করছেন উত্তরপ্রদেশের মানুষ, ঠিক তখনই সাংবাদিকদের কাছে এই বার্তা দেন যোগী আদিত্যনাথ।