আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার বুনিয়াদি শিক্ষা অধিকর্তার কাছে ছয় দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত প্রায় ২৫ বছর ধরে মাদ্রাসার শিক্ষকরা অনিয়মিত ভাবে কাজ করে চলেছেন। তাদেরকে অবিলম্বে নিয়োগ করা সহ মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সর্বশিক্ষা এবং রামসায় অনেক আগেই মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রকল্পটি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। এই পুরোনো প্রকল্পের তেমন কোনো উন্নয়ন হয়নি। সে কারণে আর্থিক দিক দিয়ে মাদ্রাসার শিক্ষকরা বঞ্চিত হয়ে আসছেন। অথচ সর্বশিক্ষা এবং রামসার শিক্ষকরা নিয়মিত বেতন পাচ্ছেন। সমকাজে সমবেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য মাদ্রাসার শিক্ষকরা শিক্ষা অধিকর্তা এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে মাদ্রাসা টিচাররা আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে স্পষ্ট ভাবে জানিয়েছেন।