আলিপুরদুয়ার, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবাসরীয় সকালে আলিপুরদুয়ারে প্রাতঃভ্রমণের মাধ্যমে পুরসভা ভোটের প্রচার তৃণমূলের । এদিন জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বরাইক ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম ঘোষকে নিয়ে প্রাতঃভ্রমণে বেড়িয়ে প্রচার সারেন।
রবিবার সকালে ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের বাড়ি বাড়ি নিয়ে প্রচার সারেন প্রার্থী সহ তৃণমূল জেলা সভাপতি। তাঁরা উন্নয়নকেই প্রচার করেছে। সেই সঙ্গে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। তাদের থেকে অভাব, অভিযোগের কথাও শোনেন।
জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জানান, পুরসভা ভোটকে কেন্দ্র করে আলিপুরদুয়ার এবং ফালাকাটায় প্রচার করেছেন। ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

