শ্রীনগর, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): শীতের শিরশিরানির মধ্যে আরও একটি মনোরম দিন উপভোগ করল কাশ্মীর। রৌদ্রজ্বল মানোরম পরিবেশে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে ভূস্বর্গ, বিদায় বেলায় এখনও শীতে কাঁপছে কাশ্মীর ও লাদাখ। বিগত ৪৮ ঘন্টা বৃষ্টি হয়নি, উঠেছিল রোদ। রবিবারও সকাল থেকেই রোদ উঠেছে কেন্দ্রশাসিত অঞ্চলে। আগামী ২৪ ঘন্টা এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।
কাশ্মীর ও লাদাখের সর্বত্রই এখন তাপমাত্রা হিমাঙ্কের নীচে। শ্রীনগরে এদিন তাপমাত্রা ছিল মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৬.৩ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৭.০ ডিগ্রি, লাদাখের দ্রাসে মাইনাস ২০.১ ডিগ্রি, লেহ-তে মাইনাস ১০.৯ এবং কার্গিলে মাইনাস ১৬.০ ডিগ্রি। জম্মুতে এদিন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি, কাটরাতে ৭.৭ ডিগ্রি।