গয়েরকাটা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : জলপাইগুড়ির বানারহাট থেকে উদ্ধার অসুস্থ ইগল উদ্ধার। রবিবার লুপ্তপ্রায় গোল্ডেন ইগলটি উদ্ধার করা হয় বানারহাটের দুরামারীর নতুন বাজার এলাকায় রাস্তার পাশ থেকে । অসুস্থ ইগলটিকে মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেন স্থানীয়রা ।
জানা গেছে, রবিবার সকালে বানারহাটের দুরামারীর নতুন বাজার এলাকায় রাস্তার পাশেই ইগলটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপরই মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ইগলটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, পাখিটি গোল্ডেন ইগল প্রজাতির।
মোরাঘাট রেঞ্জ অফিসার রাজ কুমার পাল জানান, উদ্ধার করা ইগলটি আপাতত পর্যবেক্ষণে রয়েছে। এদিনই বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার স্কোয়াডের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলে সেটিকে ছেড়ে দেওয়া হবে।