নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ প্রধানমন্ত্রী ত্রিপুরাবাসীকে যে হিরা দিয়েছেন তা তুলে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন সদ্য কংগ্রেস যোগ দেয়া সুদীপ বর্মন বলেছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির দাবি হিরাকে ব্যক্তিকেন্দ্রিক বলার ঘটনা রীতিমতো দুঃখজনক৷
বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে হিরা ত্রিপুরাবাসীকে দিয়েছেন সেটা বাস্তবায়িত হচ্ছে৷ হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারওয়ে৷ প্রতিটি ক্ষেত্রেই বাস্তব রূপ দেখা গিয়েছে৷ রাজ্যে হাইওয়ের বিস্তার ঘটেছে৷ ইন্টারনেট পরিষেবার প্রসার ঘটেছে৷ রেলওয়ের ক্ষেত্রে সাব্রুম পর্যন্ত ব্রডগেজ ট্রেন৷ দেশের বিভিন্ন বড় বড় শহরের সাথে রাজ্যের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে৷ এয়ারওয়েস এর বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হচ্ছে এমবিবি বিমানবন্দর৷ পরিকাঠামোর উন্নয়ন হয়েছে৷ তাই যারা হিরা’র অপব্যাখ্যা করছেন তাদের চোখ উন্মোচিত করা প্রয়োজন বলে তিনি দাবি করেন৷
সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী আরও বলেন, গতকাল সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী একটি প্রেস কনফারেন্স করেছেন এবং শ্রীচৌধুরী বলেছেন বিলোনীয়ার পিআর বাড়ি থানার অধীন কমলপুর গ্রামে বেনু বিশ্বাস নামে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার সাথে বিজেপির কর্মীরা জড়িত৷ এই অভিযোগের বিরোধী করছে বিজেপি এবং এই ধরনের অভিযোগের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হচ্ছে৷, বেনু বিশ্বাস নিহত হওয়ার পর এই মৃত্যুকে নিয়ে সিপিএমের লাশের রাজনীতি শুরু করেছে৷ সহানুভূতি আদায় করার চেষ্টা করা হচ্ছে৷ অভিযোগ এই মৃত্যুর পেছনে বিজেপি জড়িত৷ তদন্ত যেখানে সম্পন্ন হয়েনি তারপরও তারা নিশ্চিত করছেন এটা মৃত্যু না এটা খুনের ঘটনা৷ এটা কি করে বলতে পারেন৷ বেনু বিশ্বাসের মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে সিপিএম৷ রাজ্যে অরাজক অবস্থা সৃষ্টির চেষ্টা করছে৷ পি আর বাড়ি থানার ওসি রয়েছে তাঁর বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে পুলিশকেও মন্তব্য করেছেন জীতেন্দ্র চৌধুরী, যেটা একটা সরকার, প্রশাসন এবং বিচার ব্যবস্থার উপর অনাস্থার বহিঃপ্রকাশ বলে মনে করেন বিজেপি মুখ্য মুখপাত্র৷