Goa Election : গোয়ার ৪০ আসনে সোমবার ভোট, চতুর্মুখী লড়াই উপকূলের রাজ্যে

পানাজি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): নির্বাচনী প্রচার শেষ হয়েছে শনিবার, এবার ভোটপর্বের পালা উপকূলীয় রাজ্য গোয়ায়। গোয়ায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০, সোমবার সেই ৪০টি আসনের লড়াই হবে। চতুর্মুখী লড়াই এবার উপকূলের রাজ্যে, মূল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। লড়াইয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও শিবসেনাও।

এবারের গোয়া বিধানসভা নির্বাচনে জোরদার টক্কর হতে চলেছে তা বলাই বাহুল্য। ভোটপর্ব শুরু হবে সোমবার সকাল সাতটা থেকে, গোয়ায় ভোটের ফল ঘোষণা আগামী ১০ মার্চ। ৪০ আসন বিশিষ্ট গোয়ায় এখন বিজেপির ঝুলিতে ১৭ জন বিধায়ক, কংগ্রেসের ১৫ জন বিধায়ক। গোয়ায় সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের ৩০১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। কোভিড পরিস্থিতিতে বিশেষ সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *