Minister of Education : শিক্ষামন্ত্রীর কাছে চাকুরীর দাবি টেট উত্তীর্ণ বেকারদের

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : টেট উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর সঙ্গে সাক্ষাৎ করে জোরালো দাবি জানানো হয়েছে।


শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণ বেকাররা জানান, ২০২১ সালে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি। চলতি অর্থ বছরের মধ্যে প্রত্যেককে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে তারা শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানান। শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বেকারদের আশ্বস্ত করেছেন। চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অবিলম্বে চাকরিতে নিযুক্তির ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *