বেঙ্গালুরু, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শনিবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের জন্য নয়জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় একজন মহিলা প্রার্থী ও আটজন পুরুষ প্রার্থীর নাম রয়েছে। মহিলা প্রার্থী পুনম সরোজকে মহম্মদবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অরবিন্দ জয়সওয়ালকে মুবারকপুর থেকে, অশোক সিংকে মৌ থেকে এবং মিহিলাল গৌতমকে মছলিশহর থেকে টিকিট দেওয়া হয়েছে।
জহুরাবাদ আসনে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওমপ্রকাশ রাজভারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির কালীচরণ রাজভার। রমেশ জয়সওয়াল মুঘলসরাই থেকে, কৈলাশ খারওয়ারকে চকিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনিল মৌর্য ঘোড়াওয়াল থেকে এবং সঞ্জীব গোন্ড ওবরা থেকে প্রার্থী হয়েছেন।