কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ফের শীতের প্রত্যাবর্তন কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতায় একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা নেমে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নামায় সপ্তাহান্তে শীত বেশ ভালোই অনুভূত হচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীতের আমেজ ফিরল মহানগরীতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। তবে তারপর থেকেই চড়বে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিষ্কার থাকবে আকাশ।
নামমাত্র তাপমাত্রা বাড়ল শৈলশহরে। সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি থেকে বেড়ে হল ২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ১২ ডিগ্রি। বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতে। শনিবার সকালেও রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যায়। ঝলমলে রোদ ওঠে কলকাতা-সহ প্রায় সমস্ত জেলাতেই।