বাজারিছড়া (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : মাঝে কয়েকদিন বিরতির পর করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া এলাকায় ফের গবাদি পশু চুরির হিড়িক পড়েছে। শুক্রবার রাতে সলগই বাজার লাগোয়া ডেঙ্গারবন্দ গ্রামের বাসিন্দা কান্তাপ্রসাদ যাদবের গোয়ালঘর থেকে দুটি গাভি ও একটি বাছুর চুরির খবর পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল রাতে জগদীশ সতনামির ঘর থেকেও অনুরূপ ভাবে একটি পূর্ণ বয়স্ক বাছুর চু রি হয়েছে। আজ শনিবার সকালে গৃহস্থরা নিজ নিজ গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে ঘটনাগুলো দেখেছেন। বিভিন্ন স্থানে খোঁজখবর করেও চুরিকৃত গরুগুলোর কোনও সন্ধান পাওয়া যায়নি। এই খবর লেখা পর্যন্ত গরু চুরির ব্যাপারে স্থানীয় থানায় লিখিতভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে মৌখিক ভাবে বাজারিছড়া থানার ওসি চিরজিৎ বরাকে জানিয়েছেন সলগই বাজার ভিডিপি সম্পাদক মলয় দাস। পাশাপাশি তিনি রাতে পুলিশি প্রহরা জোরদার করার জন্যপ ওসিকে অনুরোধ করেছেন।