পানাজি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের মতো সুশাসন দেশের সমস্ত রাজ্যে প্রয়োজন। বললেন মহারাষ্ট্রের মন্ত্রী ও উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। শনিবার গোয়া বিধানসভা নির্বাচনের জন্য শিবসেনার ডিজিটাল ইস্তেহার প্রকাশ করেছেন আদিত্য ঠাকরে। পরে নিজের বক্তৃতায় শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে বলেছেন, “আগামী দিনে আমরা সমস্ত নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করব, তা সে লোকসভা নির্বাচন হোক বিধানসভা নির্বাচন অথবা গ্রাম পঞ্চায়েত নির্বাচন। সমস্ত রাজ্যেই শিবসেনার দরকার। মহারাষ্ট্রের সুশাসন সমস্ত রাজ্যে প্রতিলিপি হওয়া উচিত, এটিই আমাদের প্রত্যাশা।”
আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোয়ার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলে উৎপল পারিক্কর। আদিত্য ঠাকরে জানিয়েছেন, উৎপল পারিক্করকে তাঁরা সমর্থন করেছেন। সাংবাদিক সম্মেলনে আদিত্য জানিয়েছেন, “আমরা উৎপল পারিক্করকে সমর্থন করেছি। স্বচ্ছ এবং পরিচ্ছন্ন মনে তাঁকে আমরা সমর্থন করেছি। আমাদের কোনও গোপন বৈঠক হয়নি।”