বালাচুর (পঞ্জাব), ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপিকে শুধুমাত্র একটি সুযোগ দিন। পঞ্জাবের বালাচুরে ভোট-প্রচারে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার নির্বাচন জনসভা থেকে পঞ্জাবের জনগণের উদ্দেশে নাড্ডা বলেছেন, “আমাদের একটি সুযোগ দিন, আমরা হরিয়ানা, গুজরাট এবং উত্তর প্রদেশে যেভাবে কাজ করেছি পঞ্জাবে একইভাবে কাজ করব। আমরা যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স চাই, তাহলে আমাদের পঞ্জাবে পদ্ম ফোটাতেই হবে। বিজেপি একটি পরীক্ষিত দল। ‘নরেন্দ্র মোদী’ নামটি ‘উন্নয়ন’-এর প্রতিশব্দ।”
বালাচুরের জনসভা থেকে নাড্ডা আরও বলেছেন, “২০১৪ সালে পঞ্জাবে ১৮ লক্ষ স্কলারশিপ ছিল। প্রধানমন্ত্রী মোদী তা বাড়িয়ে ৩১ লক্ষ করেছেন। পঞ্জাবে প্রায় ১,৫৭১টি নতুন স্কুল তৈরি করা হয়েছে, ৬টি নবোদয় বিদ্যালয় ২০১৪ সালের পরে খোলা হয়েছিল। মোট ১৪টি ক্রীড়া কেন্দ্রও নির্মিত হয়েছে।” নাড্ডা আরও বলেছেন, “পঞ্জাব বীরদের ভূমি, ধর্মীয় গুরুদের ভূমি, পবিত্র মানুষদের ভূমি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্জাবের বীর সেনারা দেশের নিরাপত্তার জন্য উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। এটা শহীদ ভগৎ সিংজির ভূমি। এমন ভূমিকে প্রণাম জানাই।” নাড্ডা বলেছেন, “পঞ্জাবের অনেকেই নিজেদের কৃষক নেতা বলেন। কিন্তু আপনারাই বলুন, ভারতে কী এমন প্রধানমন্ত্রী হয়েছে, যিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে ১.৮০ লক্ষ কোটি টাকা ১০ কিস্তিতে প্রদান করেছেন। মোদীজি কৃষকদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছেন।”