কাঠমান্ডু, ১১ ফেব্রুয়ারি (হি.স.): করোনা-মহামারীর জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর, অবশেষে শুক্রবার থেকে ভক্তদের জন্য পুনরায় খুলে গেল নেপালের পশুপতিনাথ মন্দির। মন্দির খুললেও, ভক্তদের জন্য রয়েছে একাধিক বিধিনিষেধ। যেমন কোভিড-প্রোটোকল সমস্ত ভক্তদের মেনে চলতে হবে। একসঙ্গে ৫০ জনের বেশি ভক্তকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না।
উল্লেখ্য, নেপালে করোনার প্রকোপ বাড়তেই গত ১৯ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল পশুপতিনাথ মন্দির। ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। শুধুমাত্র মন্দিরে পূজার্চনা হত। বৃহস্পতিবারই পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ১১ ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পশুপতিনাথ মন্দির। একসঙ্গে ৫০ জনের বেশি ভক্তকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। সেই মতো এদিন মন্দির খোলার পর একসঙ্গে ৫০ জনের বেশি ভক্তকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।