ইটানগর, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : মধ্য অরুণাচল প্ৰদেশে নব-প্ৰজাতির সাদা মুখমণ্ডলের বানর, অর্থাৎ হোয়াইট-চিকড মেকাক–এর উপস্থিতি আবিষ্কার করেছেন প্রাণী-বিজ্ঞানীরা। এতে ভারতের স্তন্যপায়ী প্ৰাণীর তালিকায় এক নতুন সংযোজন বলে চিহ্নিত করা হয়েছে। সাদা মুখমণ্ডলের এই প্ৰজাতির বানরের গালের রং সাদা, গলায় শক্ত লম্বা লম্বা চুল এবং লেজও বেশ দীর্ঘ। দেখতে ও আচরণে এই প্রজাতি নাকি অন্য বানর থেকে পৃথক।
মধ্য অরুণাচল প্ৰদেশের পশ্চিম সিয়াং জেলার অন্তর্গত জঙ্গলগুলিতে কয়েকটি মলের নমুনা সংগ্ৰহ করার পর ভারতীয় জুলজিক্যাল সাৰ্ভে (জেডএসআই)-র বিজ্ঞানীরা ডিএনএ বিশ্লেষণ করতে গেলে হোয়াইট-চিকড মেকাক (সাদা-গালের বানর)-এর উপস্থিতির সন্ধান পেয়েছিলেন। এর পর তাঁরা ওই এলাকায় লালপাণ্ডা এবং অরুণাচল মেকাকের সন্ধানে অভিযান চালান। পরবৰ্তীতে বিজ্ঞানীরা একাধিক প্ৰমাণ সংগ্ৰহ করার পাশাপাশি ট্ৰেনসেক্ট স্থাপন করে কয়েকটি ক্যামেরা ট্ৰ্যাপও সংস্থাপন করেছিলেন।
সম্প্রতি ভারতীয় জুলজিক্যাল সাৰ্ভের বিজ্ঞানীরা এক প্রতিবেদনে এই খবর জানিয়ে বলেছেন, ‘আমরা চিন থেকে প্ৰায় ১৯৭ কিলোমিটার দূরে অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং থেকে হোয়াইট-চিকড মেকাকের উপস্থিতির সন্ধান পেয়েছি। কিন্তু দুৰ্ভাগ্যবশত, ভারতের বন্যপ্ৰাণী (সুরক্ষা) আইন, ১৯৭২-এ হোয়াইট চিকড মেকাক এখনও অন্তৰ্ভুক্ত হয়নি।’
প্রসঙ্গত, ২০১৫ সালে চিনা বিজ্ঞানীর এক দল দক্ষিণ-পূর্ব তিব্বতের মডগ অঞ্চল থেকে এই প্ৰজাতির বানর আবিষ্কার করেছিলেন।