খোয়াই, ১০ ফেব্রুয়ারি : খোয়াইয়ের চাম্পাহাওয়র থানা এলাকার ভারত সর্দার স্কুলের দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষকের ফাঁসি দাবি করে পথে নামল ছাত্রছাত্রীরা। অভিযুক্ত শিক্ষকের নাম সুমন চৌধুরী। তার বাড়ি খোয়াইয়ের লালছড়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে, সরস্বতী পূজার দিন শিক্ষক সুমন চৌধুরী দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার প্লেকার্ড হাতে নিয়ে এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করে। অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

