নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে বিধানসভা নির্বাচন শুরু হতে আর মাত্র হাতে গোনা দিন বাকি। তার আগে, ‘পঞ্জাব দা পুত্তর’ দলীপ সিং রানা ওরফে ‘দ্য গ্রেট খালি’ যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেওয়ার পর দ্য গ্রেট খালি জানিয়েছেন, গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি ভীষণ খুশি। দেশের উন্নয়নে নিজের অবদান রাখতে চান তিনি।
দিল্লিতে বিজেপির সদর দফতরে বৃহস্পতিবার দ্য গ্রেট খালি যোগ দেন বিজেপিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের হেভিওয়েট বহু নেতা। এদিকে বিজেপিতে যোগ দিয়ে খালি বলেন, ‘আমি খুশি বিজেপিতে যোগ দিয়ে। আমার মনে হয়, দেশের জন্য প্রধানমন্ত্রী মোদীর কাজ তাঁকে যোগ্য প্রধানমন্ত্রী তৈরি করেছে। তাই আমি ভাবলাম কেন এমন উন্নয়নের অংশিদার হব না? বিজেপির জাতীয় নীতি দেখেই আমি উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিয়েছি। ’