সংক্রমণ ফের বৃদ্ধি আমেরিকায়, কোভিডে মৃত্যুই রোজ চিন্তা বাড়াচ্ছে

ওয়াশিংটন, ৯ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-সংক্রমণ ফের দুই লক্ষের দোরগোড়ায়, আমেরিকায় সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দৈনিক মৃত্যও ৩-হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ১৬৯ জন, নতুন করে ১,৭৯,১৬৯ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৭৮,৫৫৬,১৯৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২,৭৭৭ জনের। নতুন করে ২,৭৭৭ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩২ হাজার ৪৪৩ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৮,৮২৮,৩২৮ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২৮,৭৯৫,৪২২-এ পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *