উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছে কেন্দ্র সেই টাকা কোথায় গেল, প্রশ্ন মমতার

লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : “উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছেন সেই টাকা কোথায় গেল?“ মঙ্গলবার এই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবের আমন্ত্রণে, তিনি উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে লখনউয়ে ভার্চুয়াল সভা করলেন।

মমতা বলেন, উত্তরপ্রদেশে যে অর্থ দিয়েছে বলে দাবি করছে কেন্দ্র, সেই অর্থ পিএম কেয়ারে গেছে। অডিট হবে না বলে? কত পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গেছেন? কোভিডে, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে বহু মানুষ মারা গেছেন। তাঁদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে। ম্যানিফেস্টোতে আগে সেকথা লিখুন।

একই সঙ্গে এদিন তিনি বলেন, “সাতমাস আমাদের দেশের কৃষকরা রাস্তায় বসেছিলেন। মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে তাদের পিষে দিয়েছে। তার জন্য অন্তত ক্ষমা চাওয়া উচিত। বিজেপি এখন ভারতের জন্য বিপজ্জনক রাজনৈতিক দল। মা-বোনরা যদি এককাট্টা হতে পারেন তাহলেই বিজেপিকে হারানো সম্ভব।’’মঙ্গলবার মমতা বলেন, “অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। আমরা একসঙ্গে পর্যটন শিল্পের উন্নতি করতে পারব।