Indian Army : উদ্ধার অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তুষারধসে আবদ্ধ ভারতীয় সেনার সাত জওয়ানের মৃতদেহ

ইটানগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : উদ্ধার হয়েছে অরুণাচল প্রদেশের ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তবর্তী তাওয়াং ও পশ্চিম কামেং জেলার মধ্যবর্তী পাহাড়ি রাস্তায় তুষারধসে আবদ্ধ ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ানের দেহ। জানানো হয়েছে সরকারিভাবে।

অসমের তেজপুরে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ফোর কোর্পস হেডকোয়ার্টারের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে আজ মঙ্গলবার বিবৃতি জারি করে এই দুঃসংবাদ দিয়ে জানান, ইতিমধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন হয়ে গেছে। গত ৬ ফেব্রুয়ারি রবিবার ভারতীয় সেনাবাহিনীর এই সাত জওয়ান অরুণাচল প্রদেশের ১৪,৫০০ ফুট উচ্চতায় কামেং সেক্টরের জঙ্গিবস্তি এলাকার মমিংহাটে রুটিন টহল দিচ্ছিলেন। কিন্তু বিকেলের দিকে প্রবল তুষারধসের শিকার হন তাঁরা। খবর পেয়ে অকুস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযানে নেমে পড়ে সেনাবহিনীর বিশেষ রেসকিউ টিম।


সেনার প্যারাত্ৰুপাৰ বাহিনী, আইটিবিপি এবং ১২ নম্বর ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সও গতকাল থেকে তুষারধসে আবদ্ধ জওয়ানদের উদ্ধার অভিযানে নামে। কিন্তু প্ৰতিকূল আবহাওয়ার জন্য এয়ারলিফ্ট করা যাচ্ছিল না। অবশেষে প্রচণ্ড তুষারপাতের মধ্যেও সর্বশক্তি নিয়োগ করে আজ বিকেলের দিকে সাত সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করেছেন অভিযানকারীরা।


এখানে উল্লেখ করা যেতে পারে, অরুণাচল প্রদেশের তাওয়াং, পশ্চিম কামেং জেলা সহ প্রায় গোটা রাজ্যে গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, পাশাপাশি ভারী তুষারপাতও হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *