শ্রীনগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীর ও লাদাখে আবহাওয়ার উন্নতি, দুই কেন্দ্রশাসিত অঞ্চলে মনোরম পরিবেশ। আগামী ২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীর ও লাদাখের পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এই সময়ে মেঘলা থাকবে আকাশ, ফলে বাড়বে তাপমাত্রার পারদ। এর আগে সোমবারই জম্মু ও কাশ্মীরের সমতল ভিজেছে বৃষ্টিতে, কাশ্মীর ও লাদাখের পাহাড় হয়েছে তুষারপাত।
আগামী ২৪ ঘন্টা এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জম্মু-কাশ্মীর ও লাদাখে। মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ঊর্ধ্বে, ১.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৬.২ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৯.০ ডিগ্রি, লাদাখের দ্রাসে মাইনাস ১৪.৪ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৮.৬ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৪.০ ডিগ্রি। জম্মুতে এদিন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি। আগের দিনের তুলনায় ঠাণ্ডা এদিন বেড়েছে কাশ্মীর ও লাদাখে।