চড়িলাম, ৭ ফেব্রুয়ারি : বিশালগড় থানার চেষ্টায় সোমবার সকালে চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে। মোবাইল মালিক মোবাইল সেট পেয়ে খুবই খুশি। মোবাইল মালিক অসীম ভৌমিক জানান, গত ৯ ডিসেম্বর তার মিষ্টির দোকান থেকে মোবাইল চুরি করে নিয়ে যায়। ঐদিন সন্ধ্যার সময় বিশালগড় থানায় একটি জিডি এন্ট্রি করেন তিনি। সেই জিডি এন্ট্রি মুলে বিশালগড় থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় মজুমদার চুরি যাওয়া মোবাইল সেট উদ্ধার করে মোবাইল মালিক অসীম ভৌমিকের হাতে তুলে দেন।
2022-02-07