মোদী সরকারের শাসনকালে নতুন ও আধুনিক সুরক্ষা সরঞ্জামে সজ্জিত সেনাবাহিনী : নাড্ডা

বাঘেশ্বর, ৭ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বললেন, কংগ্রেস সর্বদা দেশের নিরাপত্তা নিয়ে খেলা করেছে। বর্তমানে মোদী সরকারের সময়ে দেশের সেনাবাহিনী নতুন এবং আধুনিক সুরক্ষা সরঞ্জামে সজ্জিত। সোমবার সকালে উত্তরাখণ্ডের বাঘেশ্বরে শ্রী বাবা বাগনাথ মন্দিরে পূজার্চনা করেন নাড্ডা। পরে একটি নির্বাচনী জনসভায় তিনি কংগ্রেসকে আক্রমণ করেছেন।

নাড্ডা এদিন বলেছেন, দেশের সমস্ত রাজনৈতিক দলই বংশবাদী দলে পরিণত হয়েছে, যাদের পরিবারই পার্টি। আমি দাবি করছি, ভারতীয় জাতীয় কংগ্রেসও এখন আর জাতীয় নয়। এটাও এখন পারিবারিক পার্টি হয়ে গিয়েছে, ভাই-বোনের পার্টিতে পরিণত হয়েছে।” বিরোধীদের কটাক্ষের শুরে নাড্ডা বলেছেন, “যাঁরা রামকে কাল্পনিক বলতেন, জন্মভূমি তৈরিতে বাধা দিতেন, তাঁরা এখন যেখানেই যান, চন্দন লাগিয়ে ঘণ্টা বাজিয়ে তারপর গঙ্গা আরতি করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *