TMC : প্রার্থী তালিকা নিয়ে দিনহাটায় ক্ষোভের মুখে উদয়ন গুহ

দিনহাটা, ৬ ফেবরুয়ারি (হি.স.) : প্রার্থী নিয়ে তৃণমূলের বিক্ষোভ অব্যাহত । রবিবার প্রার্থী তালিকা নিয়ে কর্মীদের বিক্ষোভের মুখে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এদিন সকালে দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক । সেখানে প্রার্থী বদলের দাবি জানান বিক্ষোভকারী তৃণমূল নেতারা।

দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বহিরাগতকে প্রার্থী ঘোষণা করা হয়েছে অভিযোগ তুলে গতকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। সেই খবর পেয়ে আজ যান বিধায়ক। সেখানে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। পাশাপাশি তাঁকে ঘেরাও করে প্রার্থী বদলের দাবি জানায়। এলাকার বাসিন্দা সাবেদ মিয়াঁ, ইয়াকুব রহমান প্রমুখ বলেন, ‘এলাকায় বহু যোগ্যপ্রার্থী আছে। তা সত্ত্বেও বহিরাগত এক প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা কখনই মেনে নেব না। প্রয়োজনে এখানে নির্দল দাঁড় করানো হবে।‘

গোটা বিষয়টি নিয়ে উদয়ন গুহ বলেন, ‘এখানকার দলীয় কর্মীরা প্রার্থী অসন্তোষের কথা জানিয়েছে। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।‘