দুদিনের রাষ্ট্রীয় শোক, লতা মঙ্গেশকরের রাষ্ট্রীয় মর্যাদায় হবে অন্ত্যেষ্টিক্রিয়া

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের স্মরণে দুদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। রবিবার সরকারি সূত্রে জানা গিয়েছে। তাঁকে শ্রদ্ধার জানাতে এই দুদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রবিবার ৯২ বছর বয়সে মারা যান। এই প্রবাদপ্রতীম সংদীতশিল্পীকে গত ৮ জানুয়ারী মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা এবং নিউমোনিয়া ধরা পড়ার পরে।
কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও, শনিবার তার অবস্থা খারাপ হওয়ার পরে গায়িকাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেছেন যা পূরণ করা যাবে না। একাধিক টুইট বার্তায়, প্রধানমন্ত্রী মোদী বলেন, যে গায়িকা সর্বদা একটি শক্তিশালী এবং উন্নত ভারত দেখতে চেয়েছিলেন।