Injured : কল্যাণপুরে পথ দুর্ঘটনায় আহত তিন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৬ ফেব্রুয়ারী৷৷ কল্যাণপুরে পথ দুর্ঘটনায় আহত তিন৷ খবরে জনমনে চাঞ্চল্য ছড়ায়৷ খবরে জানা যায় রবিবার দুপুর নাগাদ সুকটি ও বাই সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার গোপালনগরে৷ খবর জানা গেছে সুকটি নিয়ে দুই যুবক কল্যাণপুর বাজারে আসছিল এবং বাজার থেকে অপর যুবক তথা বাইসাইকেল আরোহী বাড়ি ফিরছিল তখন সময় মুখোমুখি সংঘর্ষ হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ইঞ্জিন দমকলের কর্মীরা৷ ঘটনাস্থল থেকে তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণপুর হাসপাতালে৷ বর্তমানে তিন যুবকের চিকিৎসা চলছে কল্যাণপুর হাসপাতালে৷ অপরদিকে কল্যাণপুর থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাস্থল থেকে সুকটি টিকে নিয়ে আসে কল্যাণপুর থানায়৷ রবিবার দুপুরে দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জনমনে৷ আহত ব্যক্তিরা হল বিষ্ণুপদ দত্তচৌধুরী, বয়ার দেববর্মা এবং টিয়ার দেববর্মা৷ সুকটির কোন নাম্বার ছিলনা বলে দমকলকর্মীরা জানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *