Threat : মাফিয়াদের হুমকির মুখে কাজ বন্ধ করে দিলেন ঠিকেদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনা ছড়া এলাকায় জলের উৎস নির্মাণ কাজের বরাত তুলে নেওয়ার দাবি জানিয়ে কৃষ্ণপুর কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের মন্ডল কোম্পানির মাফিয়ার বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার পর  ওই মাফিয়ার মহকুমা শাসকের অফিস সংলগ্ণ এলাকায় মেথারাই বাড়ি হাই সুকলের নবনির্বাচিত দ্বিতল সুকল বিল্ডিং-এর কাজ বন্ধ করে দেয়৷ কারণ ওই ঠিকাদার সুকলের বিল্ডিং নির্মাণ কাজের বরাত পেয়ে চার মাস আগে থেকেই কাজ শুরু করেছিলেন৷ নতুন বরাত তুলে নেবার হুমকিতে কাজ না হওয়ায় ঠিকাদারের অন্য একটি কাজ নিম্নমানের কাজের অভিযোগ তুলে বন্ধ করে দেয়৷ এব্যাপারে আর.ডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারর কাছে জানতে চাওয়া হলে প্রসেনজিত ভৌমিক জানিয়েছেন,, এই ধরনের অভিযোগের পেছনে অন্য কিছু কারণ রয়েছে৷ নিম্নমানের কাজের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷ চার মাস যাবত কাজ দপ্তরের ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের সামনেই হয়েছে৷ কোন প্রকার নিম্নমানের কাজ হয়নি৷ যেখানে দপ্তরে ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছে কাজের গুণগত মান ঠিক রয়েছে সেখানে মাফিয়া সুখেন দেবনাথ গুষ্টির কাছে কাজের গুণগত মান ঠিক না হবার পেছনে অন্য উদ্দেশ্য লুকায়িত রয়েছে৷ যদিও এ ব্যাপারে আমাদের হাতে মাফিয়া সুখেন এর আসল উদ্দেশ্য এসে গেছে৷ জলের উৎস নির্মাণকাজের দ্বিতীয় বরাত প্রাপ্ত ঠিকাদারের সাথে মাফিয়া সুখেনের ছয় লাখ টাকা কমিশন বাণিজ্য ঠিক হয়৷ তাই কাজের প্রথম বরাত প্রাপ্ত ঠিকেদার সিতু রায় কে বরাত তুলে দেবার হুমকি দেয়৷ মুঙ্গিয়াকামি এলাকার প্রাক্তন সিপিআইএম নেতা যিনি কিনা বিজেপি থেকে বের হয়ে  বর্তমানে তিপ্রামথা দলের নেতা গান্ধী দেববর্মা-কে জানিয়েছেন ঠিকাদার কাজ ছাড়লে ভালো না হয় এলাকাবাসী ও সুকল এসএমসি কমিটি সদস্যদের স্বাক্ষর নিয়ে বিদ্যালয় পরিদর্শকের নিকট অভিযোগ জানাবে৷ সাত দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শক কোন ব্যাবস্থা না নিলে নিজেরাই ভেঙ্গে ফেলবে বলে হুমকি দেয় মাফিয়া৷ সে আরও জানায় অন্য ঠিকাদার বিক্রম বর্মন ১২ কমিশন দেবে৷ তাছাড়া অন্য একটি কাজের টাকা দুজনে ভাগ করে নিয়ে মন্ডল কে জানিয়ে দেবে তিপ্রা মথা টাকা নিয়ে গেছে৷ অর্থাৎ মন্ডল গুষ্টি কে ঠকিয়ে সুখেন ও গান্ধী তিপ্রা মথা উপর বদনাম করে দেবে৷ দুজনের এমন আলাপচারিতা মোবাইলের রেকর্ড আমাদের হাতে এসেছে৷ এদিকে ঠিকাদার সিতু রায় নিরাপত্তার অভাব বোধ করছেন৷ কাজের শ্রমিকরাও সাহস পাচ্ছেন না কাজ করতে৷ বাড়িতে এসে হুমকি দেওয়ার ঘটনায় থানায় নাম ধাম দিয়ে জানিয়ে অভিযোগ করলেও পুলিশ এখনো কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি৷ তবে বিষয়টি দপ্তর কেউ লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন ঠিকাদার সেতু রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *