নাগরাকাটা, ৬ ফেবরুয়ারি (হি.স.): রাস্তা সংস্কারের দাবিতে নাগরাকাটায় পথ অবরোধে শামিল স্থানীয় বাসিন্দারা। দ্রুত নাগরাকাটা বাজারে ঢোকার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধে শামিল হন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটা বাজারের গোটা রাস্তাই পুরোপুরি খারাপ হয়ে উঠলেও এই মুহূর্তে সবথেকে করুণ দশা পোস্ট অফিস মোড় থেকে স্টেশন পর্যন্ত মোড় পর্যন্ত এলাকার। রবিবার পোস্ট অফিস মোড়েই পথ অবরোধ হয়। এক পশলা বৃষ্টিতে ডোবায় পরিণত হয় রাস্তাটি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এখন ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে। ফলে চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। দ্রুত নাগরাকাটা বাজারে ঢোকার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধে শামিল হন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নানা মহলে বারবার এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে রাস্তার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়েছে।
বিডিও বিপুল কুমার মণ্ডল বলেন, এর আগে একবার রাস্তা সংস্কার করা হয়েছিল। বৃষ্টির কারণে হয়ত ফের সমস্যা তৈরি হয়েছে। পদক্ষেপ করা হচ্ছে। আকবর আলি নামে এক ব্যবসায়ী বলেন, রাস্তার যত্রতত্র জল জমে থাকে। খানা খন্দে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। কোনও খদ্দের এখন এই রাস্তায় আসতে চান না। ফলে লাটে উঠেছে ব্যবসাও। স্থায়ী ভাবে সংস্কার জরুরী।

